ফুটবল তারকা রোনালদো’র বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের এক নারী। ক্যাথরিন মায়োরগা নামের ৩৩ বছর বয়সী এক মার্কিন নারী দাবি করেছেন, ২০০৯ সালে লাস ভেগাসের একটি হোটেলে রোনালদো তাকে ধর্ষণ করেন।
ক্যাথরিন দাবি করেন, তার মুখ বন্ধ রাখার জন্য নাকি রোনালদো বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি টাকা দিয়েছিলেন।
Read More News
দীর্ঘ সময় পর এসে রোনালদোর নামে মামলাও ঠুকে দিয়েছেন মার্কিন ওই নারী। শুক্রবার ক্লার্ক কাউন্টির একটি আইনি প্রতিষ্ঠান এই তথ্য জানায় সিএনএনকে। তবে, আইনি প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, রোনালদো নাকি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তারা বলছেন, তিনি স্যরি বলেছেন এবং সত্যিকারার্থেই তিনি একজন ভদ্রলোক।
দীর্ঘ ৯ বছর পর জার্মান ম্যাগাজিন স্প্যাইজেলের কাছে সেই ঘটনার কথা স্বীকার করেন ক্যাথেরিন। জার্মান ম্যাগাজিনটির প্রকাশিত খবর অনুযায়ী, ২০০৯ সালের ১৩ জুন লাস ভেগাসের পালমস হোটেলের একটি নাইট ক্লাবে ক্যাথেরিনের সঙ্গে সাক্ষাৎ হয় রোনালদোর।