বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন মেডিকেল বোর্ডের পাঁচ সদস্য। আজ শনিবার বিকেল ৪টার দিকে তাঁরা পুরোনো কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। এরপর ৫টার দিকে কারাগার থেকে বের হন তাঁরা। সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তাঁরা।
Read More News
খালেদা জিয়ার চিকিৎসায় গত বৃহস্পতিবার পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে সরকার। আবদুল জলিল চৌধুরী ছাড়া বোর্ডের অন্য সদস্যরা হলেন বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হারিসুল হক, অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক আবু জাফর চৌধুরী, চক্ষু বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তারিক রেজা আলী এবং ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ডা. বদরুন্নেসা আহমেদ।