স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশ যেভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তা ধরে রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আগামীতে শেখ হাসিনা ক্ষমতায় যেতে না পারলে অন্ধকারে নিমজ্জিত হবে দেশ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ‘শেখ হাসিনার বিকল্প যেমন শুধুমাত্রই শেখ হাসিনা তেমন নৌকার বিকল্প শুধুই নৌকা। আমরা ২০০১ এ যেমন হারিয়ে গিয়েছিলাম, সেভাবে যদি আবার হারিয়ে যাব। আমরা অন্ধকারে নিমজ্জিত হব, পথ হারাবো।
আপনাদের সেই কথাগুলো আবার বলবো, কারণ সামনে নির্বাচন। আমরা আর দুর্নীতি ও অন্ধকার জগতে যেতে চাই না। আমরা আর তলাবিহীন ঝুড়িতে বা বাস্কেটে পরিণত হতে চাই না।’
Read More News
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৮ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রলীগ।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ছাত্রলীগ হাল ধরলে বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূর করতে লম্বা সময় লাগবে না।