জয়া আহসান প্রায় দুই যুগ মিডিয়াতে কাজ করলেও এখনো যেন তরুণী। ঢালিউড ও টলিউড দুই জায়গাতেই সমান জনপ্রিয় এ লাস্যময়ী। এমনকি হালের অনেক টলিউড নায়িকার চেয়ে এগিয়ে গেছেন জয়া।
শনিবার একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের ঈদ অনুষ্ঠানে অংশ নেন জয়া ও জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সেখানে দুই তারকার মিল-অমিল নিয়ে নানা প্রশ্ন করেন অনুষ্ঠানের উপস্থাপক নওশীন।
Read More News
এক পর্যায়ে দুই তারকার বয়স নিয়ে প্রশ্ন করা হয়। চঞ্চল চৌধুরীরর বয়স জানতে পারলেও জয়ার বয়স ঘিরে যে রহস্য তার উন্মোচন করতে পারেননি উপস্থাপক। নানা কৌশল খাটিয়েও সঠিক উত্তর বের করতে পারেননি নওশীন। এক সময় জয়া মজার ছলে উত্তর দেন, ‘আমি তো মনে করি আমার বয়স সবসময় আঠারো।’