তারকা বনে গেছেন ‘ঈশ্বরী পাতিল’

২৩ বছর বয়স ভারতের ঈশ্বরী পাতিল এর মধ্যেই তারকা বনে গেছেন। ঈর্ষণীয় শরীর কাঠামো ঈশ্বরীর। অনেকেই এ কারণে তাঁর ভক্ত। ঈশ্বরী মনে করেন, কেউ যদি ঈর্ষণীয় বডি ফিটনেস চান, তবে তাঁকে অবশ্যই যোগব্যায়াম সঠিকভাবে শিখতে হবে। ভুলভাল করলে চলবে না বরং হিতে বিপরীত হবে।
Read More News

তিনি জানেন, কী করে ফিটনেস ধরে রাখতে হয়। খাদ্য ও ব্যায়াম পরামর্শ কেন্দ্র চালান তিনি। শিক্ষা দেন ফিটনেসের। ফিটনেস ট্রেনিং দিয়েই বনে গেছেন বিশ্বে ক্ষমতাশালী নারীদের একজন।

ঈশ্বরী পাতিল ই-মেইলেও ফিটনেস ও স্বাস্থ্যকর খাবার সম্পর্কে পরামর্শ দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সচল ঈশ্বরী পাতিল। এ কারণে তিনি ছবি শেয়ার করেন, পরামর্শ দেন। সৌন্দর্যেরও কমতি নেই ঈশ্বরীর। একেবারে রূপে-গুণে অনন্যা।

ঈশ্বরী শুধু শারীরিক ফিটনেসের দিকেই মনোযোগী নন। তিনি পোশাক ও ফ্যাশনের প্রতিও মনোযোগী। সব মিলিয়েই ফিট ঈশ্বরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *