আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার কাছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের গাড়িতে হামলা চালানো হয়েছে।
অলি আহমদের অভিযোগ, তাঁকে হত্যার উদ্দেশে পুলিশের উপস্থিতিতে চান্দিনার আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের নতুন ভবন উদ্বোধনের জন্য যাচ্ছিলেন অলি আহমদ।
অলি আহমদ বলেন, ‘আমি সামরিক বাহিনী থেকে দেশের জন্য মুক্তিবাহিনী হিসেবে যুদ্ধ করেছিলাম। আজ সে দেশের ছেলেদের হাতে হামলার শিকার হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করেছে। তারা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে।
Read More News
অলি আহমদ বলেন, একজন মুক্তিযোদ্ধাকে এভাবে হত্যা করার জন্য আসবে এটা আমি কল্পনাও করতে পারি নাই। আজ আমাকে এসব দেখতে হলো। বাংলাদেশ স্বাধীন করে বীর বিক্রম উপাধি পেয়েছিলাম। আর আজ এ রকম একটা উপহার চান্দিনাবাসী বা আওয়ামী লীগের লোকেরা আমাকে দিল। আওয়ামী লীগের লোকদের ধন্যবাদ জানাই।
এ সময় অলি আহমদ আরো বলেন, ‘আমরা মনে করেছিলাম আপনারা (আওয়ামী লীগ) মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কিন্তু আজকে মনে হচ্ছে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হলে কর্নেল অলির গাড়ি আক্রমণ করতে পারে না।’