ইসলাম নিয়ে আবারও কটু মন্তব্য ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প ফের ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। বার্তা সংস্থা সি এন এন-কে দেয়া এক সাক্ষাৎকারে মুসলিমদের উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ইসলাম মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘৃণা করে। আমেরিকানদের প্রতি প্রচণ্ড ঘৃণা রয়েছে তাদের। অবিশ্বাস্য, কিন্তু ঘৃণা যে রয়েছে, তা বিশ্বাস করে নিতেই হবে এবং তাদের হাত থেকে বাঁচতে আমেরিকায় তাদের প্রবেশ আটকাতে হবে। সন্ত্রাসবাদীদের প্রতি আরও কঠোর হতে হবে বলে আবারও দাবি তোলেন তিনি। এর আগে তিনি বলেছিলেন, সন্দেহভাজন জঙ্গিদের মুখ খুলতে ‘ওয়াটারবোর্ডিং’ পদ্ধতিটি পুনরায় চালু করা উচিৎ। প্রয়োজনে সন্দেহভাজনদের স্ত্রী এবং সন্তানদের ওপরও অত্যাচার করা হোক। কিন্তু মুসলিম জঙ্গিদের প্রতি কঠোর না হলে মার্কিন যুক্তরাষ্ট্রে শান্তি ফিরে আসবে না বলে মন্তব্য করেন তিনি। চরমপন্থা এবং ইসলামকে আলাদাভাবে দেখতেও নারাজ ট্রাম্প। বলেন, এখন মুসলিমদের বিশ্বাস করা কঠিন। কে যে কোন পন্থি তা বোঝা অসম্ভব।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *