সোমবার দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রফতানিমুখী পোশাক কারখানার রাসেল গার্মেন্টের কাপড়ের গোডাউনে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড়টা থেকে কাজ করে বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে ওই কারখানা পরিদর্শন করেছেন বিকেএমইএর সভাপিত ও নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের এমপি সেলিম ওসমান।
Read More News
গার্মেন্টের পরিচালক বিকাশ চন্দ্র সাহা বলেন, আমাদের গার্মেন্টে এক হাজার ৫০০ শ্রমিক কাজ করে। দুপুর ১টায় গার্মেন্টে টিফিন বিরতি দেয়া হয়। এ সময় পোশাক তৈরির জন্য রাখা কাপড়ের গোডাউনে হঠাৎ আগুন লাগে। তাৎক্ষণিক পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে।
তিনি জানান, টিফিন বিরতির পর শ্রমিকরা এলে তাদের ছুটি দিয়ে দেয়া হয়েছে। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না, পরবর্তীতে জানানো হবে।