এএসআই শামীম রেজা বরখাস্ত

রাজধানীর খিলগাঁওয়ে ক্যাবল অপারেটরকে গুলির অভিযোগে বংশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম রেজাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মহানগর পুলিশ। শুক্রবার সকালে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় বকেয়া বিল পরিশোধ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে আল আমিন (১৮) নামে এক ক্যাবল অপারেটরকে গুলি করেন শামীম রেজা। এ অভিযোগে তাকে আটক করা হয়। ডিএমপির লালবাগ বিভাগের যুগ্ম কমিশনার মফিজউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, এএসআই শামীম রেজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বংশাল থানা সূত্র জানায় শামীম রেজা দায়িত্বপালনরত অবস্থায় কাউকে কিছু না জানিয়ে তার নিজের বাসায় চলে যান। বাসাটি থানা এলাকার বাইরে। বিধি অনুযায়ী কোন এএসআই দায়িত্বরত অবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমতি ছাড়া এলাকার বাইরে যেতে পারেন না। এ নিয়ম না মানায় শামীম রেজার বিরুদ্ধে বিভাগী ব্যবস্থা নেয়া হচ্ছে। বংশাল থানা পুলিশ শামীম রেজাকে আটকের পর খিলগাঁও থানায় হস্তান্তর করে। তার কাছে থাকা পিস্তলও জব্দ করা হয়েছে।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *