বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে শেষে ২-২ গোলে সমতা নিয়ে মাঠ ছেড়েছে ‘বি’ গ্রুপের দুই দল স্পেন ও মরক্কো। স্পেনের হয়ে গোলটি করেছেন ইসকো। আর মরক্কোর গোল দাতা খালিদ বুতাইব। ৮১ মিনিটে এন নাসেরির হেড থেকে ২-১ গোল ব্যবধানে এগিয়ে যায় মরক্কো। তার খানেক বাদেই গল করে স্পেনকে সমতায় ফেরান স্পেনের আসপাস।
Read More News
এর আগে সোমবার (২৫ জুন) সারানস্কে স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধেরর শুরু থেকেই অপ্রত্যাশিত দাপুটে খেলা উপহার দিতে থাকে আফ্রিকার দেশ মরক্কো। রক্ষণ ভাগ, মাঝ মাঠ ও আক্রম ভাগ; তিন বিভাগেই দলটির পারফরম্যান্স ছিলো অসাধারণ।