নব্বই মিনিটের লড়াই জয় পেলো না জাপান-সেনেগাল অমীমাংসিত থাকলো ২-২ গোলে। নক আউটও নিশ্চিত হলো না কারও।
এতে গ্রুপ ‘এইচের’ বাকি দুই দল পোল্যান্ড এবং কলম্বিয়ারও নক আউট পর্বের আশা বেচে থাকলো।
খেলার মাত্র ১১ মিনিটেই সাদিও মানের গোলে এগিয়ে যায় সেনেগাল। ৩৪ মিনিটে নাগাতোমার অ্যাসিস্টে জাপানকে সমতায় ফেরান ইনুই। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
Read More News
৭১ মিনিটে মুসা ওয়াগুইর গোলে ফের এগিয়ে যায় সেনেগাল। ৭৮ মিনিটে ইনুইয়ের সহায়তায় দারুণ গোলে সমতায় ফেরে জাপান। ম্যাচ শেষ হয় ২-২ সমতায়।