বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল ৬ বছর ধরে একটি ঘরে গৃহবন্দি থাকতে থাকতে তিনি অসুস্থ। তার হার্টে ৮ টা ব্লক ধরা পড়েছে এবং বাইপাস সার্জারি ছাড়া চিকিৎসা সম্ভব না। মঙ্গলবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানেই তিনি এসব তথ্য জানান।
বুলবুলের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বুধবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
Read More News
প্রধানমন্ত্রীর বরাত দিয়ে পলক বলেন, ‘‘আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইয়ের ফেসবুকে দেওয়া পোস্ট প্রধানমন্ত্রীর নজরে আসে। সঙ্গে সঙ্গে এই পোস্ট নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। এরপর স্বপ্রণোদিত হয়ে তিনি দেশের গুণী এই ব্যক্তিত্বের খোঁজখবর নেন এবং তার যাবতীয় দায়িত্ব নিজে গ্রহণ করেছেন। তার চিকিৎসায় যা যা করণীয় তিনি সবই করবেন।’’