রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তাঁরা হলেন হেদায়েতুল্লাহ (২৫), তাঁর বন্ধু হাবিবুল্লাহ (২৪)।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে হাতিরঝিলের চার নম্বর ব্রিজের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
Read More News
এ ব্যাপারে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, হেদায়েতুল্লাহ সাত রাস্তা এলাকায় থাকতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন। বন্ধু হাবিবুল্লাহ গাজীপুর থেকে তার কাছে বেড়াতে এসেছিলেন। রাতে নতুন একটি মোটরসাইকেল নিয়ে তারা ঘুরতে বের হয়েছিলেন। কারো মাথায় হেলমেট ছিল না। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা আইল্যান্ডের ওপর পড়েন। তাদের মাথায় গুরুতর আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।