সম্প্রতি সমুদ্রতটে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীকে দেখা যায়। ইনস্টাগ্রামে শাহরুখের ভঙ্গিমায় ছবিও দিতে দেখা যায় শিল্পাকে। এ সময় বিকিনি পরিহিতা ছিলেন শিল্পা। আর এতেই সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হতে হয় তাঁকে। যার কোনো জবাব দিতে দেখা যায়নি তাঁকে।
তবে বেশকিছু ইতিবাচক কমেন্টও ছবির নিচে পেয়েছেন শিল্পা শেঠী। শাহরুখের ভঙ্গিতে তাঁকে দেখে অনেক ভক্তই শিল্পাকে চলচ্চিত্রে ফেরার কথা বলেন। জবাবে শিল্পা লিখেন, ‘আমি যদি অনেকদিন পর একটা ছবি করি তাহলে আমাকে এমন একটা চরিত্রে অভিনয় করতে হবে যা আমি আগে করিনি। যে চরিত্রে আমি অভিনয় করতে উপভোগ করব।
Read More News
যখন আপনি টেলিভিশনে অভিনয় করেন তখন আপনার প্রচুর জায়গা থাকে। তাই এটা সহজ। কিন্তু যখন আপনি ছবিতে অভিনয় করবেন তখন ২৫ দিন টানা শুটিং থাকে। অথবা ১০ দিনের টানা শুটিং থাকে। তাই আমি জানি না ফিরতে পারব কি না। আমি নিজেকে এই ব্যাপারে উদার রাখতে চাই। যদি আমি ভালো কোনো পাণ্ডুলিপি পাই তাহলে আমি অবশ্যই হ্যাঁ বলব।