টাকা খেয়ে পাটকল বন্ধ করেছিল বিএনপি

বিএনপি বিশ্বব্যাংকের কাছ থেকে টাকা খেয়ে দেশের পাটকল বন্ধ করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর সফল বাস্তবায়ন উপলক্ষে সম্মাননা প্রদান এবং বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
Read More News

তিনি বলেন, ‘১৯৯১ সালে পার্লামেন্টে পাটকল বন্ধের কথা তোলা হয়। অন্যদিকে, ঠিক সেই সময়েই ভারত পাটশিল্পকে গুরুত্ব দিয়ে পাটকল চালু করতে থাকে। কিন্তু সোনালি আঁশের দেশ হলেও আমাদের দেশে বন্ধ হতে থাকে পাটকলগুলো। ২০০২ সালের ৩০ জুন এশিয়ার সর্ববৃহৎ পাটকল আদমজী মিল বন্ধ করে দেয় বিএনপি। এতে মিলের হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক বেকার হয়ে পড়ে।’

শেখ হাসিনা বলেন, ‘১৯৭৪ সাল জাতির পিতা পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরই) প্রতিষ্ঠা করেন। পাটজাত পণ্য উৎপাদন ও রপ্তানি সংস্থা বিজেএমসি গঠন করা হয়। কিন্তু ১৯৭৫ সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার পর পাটখাতে নেমে আসে ভয়াবহ বিপর্যয়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বস্ত্র ও পাট খাতের গত কয়েক বছরের অনেক উন্নতি ও সমৃদ্ধি লাভ করেছ। আমাদের সোনালি আঁশ দেশের সমৃদ্ধিকে আরো ত্বরান্বিত করবে বলে আমি আশা করি।’

পাটকে কৃষিজাত পণ্য হিসেবে ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। কারো কাছে হাত পেতে নয়, কারো কাছে ভিক্ষা করে নয়, আমাদের যে সম্পদ আছে, তা কাজে লাগিয়ে বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *