ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, পরিচ্ছন্নতা কর্মসূচিতে ১৫ হাজারের বেশি মানুষের অংশগ্রহণের মাধ্যমে ঢাকাবাসী নতুন বিশ্ব রেকর্ড গড়েছে।
শুক্রবার গুলিস্তানের জিরো পয়েন্টে সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয় এবং ১ মিনিট পরিচ্ছন্নতা কাজের মধ্য দিয়ে প্রতীকী এ কর্মসূচি সমাপ্ত হয়।
এক মিনিটব্যাপী প্রতীকী পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে মেয়র জানান, আমরা নতুন রেকর্ড গড়তে সক্ষম হলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই বিশ্বরেকর্ড উৎসর্গ করা হল।
Read More News
প্রতীকী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
অনুষ্ঠান শেষে তিনি সবাইকে নিজ নিজ বাড়ি পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিজেদের বিবেকবোধ পরিচ্ছন্ন রাখার আহবান জানান।
প্রসঙ্গত, পরিচ্ছন্নতায় বিশ্ব রেকর্ড গড়ার লক্ষে চৈত্র সংক্রান্তির দিনে বিশেষ এই প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্যোগ নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।