পবিত্র শব-ই মেরাজ শনিবার। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর নবুওয়াত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৭ তারিখ রাতে মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন।
নবীজি (স) কে আল্লাহ্তায়ালা মসজিদুল হারাম (মক্কা) থেকে বাইতুল মুকাদ্দাস (বর্তমান ফিলিস্তিনে অবস্থিত), সেখান থেকে সপ্তআকাশ ভ্রমণ করিয়ে
মহান আল্লাহ্তায়ালার সাক্ষাত লাভ করিয়ে ধন্য করেন।নবীজি (স) কে আল্লাহ্তায়ালা জান্নাত-জাহান্নামের ভবিষ্যৎ চিত্র দেখান।এছাড়াও মহান আল্লাহ্তায়ালার অসংখ্য কুদরতের নমুনা নবীজি (স) স্বচক্ষে প্রত্যক্ষ করেন। অবলোকন করেন সৃষ্টি জগতের অপার রহস্য।
Read More News
রাসূল (সা.) উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে আসেন, যে নামাজ মু’মিনের মেরাজস্বরূপ।
এমন নানা কারণে এ রাত অতি পবিত্র ও মহান আল্লাহর অফুরন্ত রহমত-বরকতে সমৃদ্ধ। দিনটিকে মুসলিম উম্মাহর বিশেষ দিন হিসেবে পালন করা হয়।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পবিত্র কোরআন তেলাওয়াত, রোজা রাখা, নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা শবে মেরাজ পালন করবেন।