চরিত্রের খাতিরে লুক নিয়ে অমিতাভের পরীক্ষা নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন দর্শকদের চমকে দিয়েছেন বিগ বি। তবে এবার সামনে এসেছেন একদম অন্য আদলে।
সময়ের সঙ্গে বদলেছে অভিনয়ের ধারা। আর এই ধারার সঙ্গে নিজেকে ভালোমতোই খাপ খাইয়ে নিয়েছেন অমিতাভ বচ্চন। এই ৭৫ বছর বয়সেও তিনি সমানে টক্কর দিয়ে চলেছেন নতুন প্রজন্মকে।
সম্প্রতি তার তেলুগু ছবির যে নতুন রূপ সামনে এসেছে তা দেখে রীতিমতো ঘুম উড়েছে বলিউড হিরোদের।
Read More News
যদিও পুরোটাই মেকআপের যাদু। কিন্তু বিগ বি’র এই লুক সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। অমিতাভ নিজের ট্যুইটার প্রোফাইলে শেয়ার করেছেন ছবিটি।
ছবির পটভূমি সিপাহী বিদ্রোহের আগের। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী নরসিমহা রেড্ডির বায়োপিক। যেখানে রেড্ডির পথপ্রদর্শকের চরিত্রে দেখা যাবে অমিতাভকে। ইতিমধ্যেই হায়দ্রাবাদের একপ্রস্থ শ্যুটিং সেরে ফেলেছেন তিনি।