প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন।
৬৬টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি জনসভায় যোগ দিতে ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী।
প্রায় ১৭ বছর পর এই জেলায় সফরে গেলেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে পুরো জেলায় ক’দিন ধরেই সাজ সাজ রব তৈরি হয়েছে। উচ্ছ্বসিত জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এ সফর দলকে আরো ঐক্যবদ্ধ করবে।
Read More News
সেখানে ৩৩টি প্রকল্পের উদ্বোধন ও আরো ৩৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পরে বিকেলে, জেলা স্কুল মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার আগমন উপলক্ষে চার স্তরের নিরাপত্তা গ্রহণ করেছে পুলিশ। ঠাকুরগাঁও পৌঁছে তিনি এখন জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সার্কিট হাউজে বৈঠক করছেন।