এক সময়ের সাড়া জাগানো চিত্রনায়িকা শাবনূর পারিবারিক জীবনে ব্যস্ত হয়েছেন। কিন্তু জনপ্রিয়তায় এখনও অটুট। তার নামে আজও মুহূর্তেই মানুষের জটলা বেজে যায়। তার প্রমাণ পাওয়া গেলো আবারও।
স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় বাস করেন শাবনূর। মাঝে মধ্যে দেশে আসেন। এবার বেশ কয়েক মাস ধরেই তিনি ঢাকায় আছেন।
সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন আশুলিয়ার টঙ্গিবাড়ী এলাকায়। আর তার আগমনের কথা শুনেই মুহূর্তে জটলা লেগে যায় ওই এলাকায়!
Read More News
গত শুক্রবার চিত্রনায়িকা অমৃতা খানর ফ্যাশন হাউসের উদ্বোধন করতে গিয়েছিলেন শাবনূর। অমৃতার ফ্যাশন হাউসে পৌঁছার আগেই শাবনূরকে দেখতে লোকে লোকারণ্য হয়ে যায় রাস্তাঘাট। তাকে এক নজর দেখতেই মানুষের জটলা বাধে।
নিজের ফ্যাশন হাউস সম্পর্কে অমৃতা বলেন, ‘অমৃতা ফ্যাশন জোন’ এর যাত্রা শুরু হলো। সবাই আমাদের অনেক সহযোগিতা করেছেন। সকলের সহযোগিতায় শুরুতেই অনেক জনপ্রিয়তা অর্জন করেছে ফ্যাশন হাউসটি। উদ্বোধনে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর আপু। তিনি খুবই ভালো মনের মানুষ কাছে থেকে না দেখলে কখনো বোঝানো যাবে না।