মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায়ের বিষয়ে আদালতের ওপর সরকারের চাপ ছিল না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন আদালত সম্পূর্ণ স্বাধীন এবং স্বাধীনভাবেই বিচার নিষ্পত্তি করে এই রায় দিয়েছেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে আনিসুল হক বলেন আগে যেসব রায় দেওয়া হয়েছিল তাতে আমরা সন্তোষ প্রকাশ করেছি। বরাবরের মতো এই রায়টিতেও আমরা সন্তুষ্ট। সরকার যুদ্ধাপরাধের বিচারে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা এই বিচার করে যাচ্ছি এবং কাঙ্ক্ষিত ফল পাচ্ছি।
প্রধান বিচারপতি ও বিচার বিভাগ নিয়ে সরকারের দুই মন্ত্রীকে সর্বোচ্চ আদালতে তলব প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন এটা এখন বিচারাধীন বিষয়। তাই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।
Read More News
দুই প্রভাবশালী মন্ত্রী প্রধান বিচারপতিকে জড়িয়ে যে উক্তি করেছেন সেটি রায় আদায়ে আদালতের ওপর সরকারের চাপ কি না—তা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন আমরা আদালতের স্বাধীনতায় বিশ্বাসী। আদালতের কার্যক্রমে সরকার কখনোই চাপ সৃষ্টি করে না। মন্ত্রীরা যে বক্তব্য দিয়েছেন সেটা তাঁদের নিজস্ব বক্তব্য।
আদালত এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করেছেন বলেও মন্তব্য করেন আনিসুল হক।