নাটোরের লালপুরে ফাঁস হয়েছে চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার রসায়ন প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ শিক্ষার্থীসহ ১৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয় থেকে এই ১৩ জনকে আটক করা হয়।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, আজ এসএসসি পরীক্ষার রসায়ন বিষয়ের পরীক্ষা ছিল। গোপন সংবাদ পেয়ে সকালে র্যাব সদস্যরা সকালে চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকজন পরীক্ষার্থীর মোবাইল ফোন তল্লাশি করেন। সেখানে পাওয়া প্রশ্নের সঙ্গে হুবহু মিলে যায় মূল প্রশ্ন।
Read More News
এ ঘটনায় ১০ শিক্ষার্থী, জান্নাতুল ফেরদৌস নামের এক শিক্ষকসহ মোট ১৩ জনকে আটক করে র্যাব। পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আটকদের লালপুর উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।