বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করতে আজ সোমবার সকালে সিলেটের উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়েছেন।
সকাল সোয়া ৯টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে সিলেটের উদ্দেশে বের হন।
বিকেল ৩টার দিকে খালেদা জিয়ার সিলেটে পৌঁছার কথা রয়েছে। বিকেল ৪টার দিকে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন বিএনপিনেত্রী। পরে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তিনি সিলেট সার্কিট হাউজে যাবেন। সেখানে রাত্রিযাপন শেষে পরের দিন সড়কপথেই ঢাকায় ফিরবেন খালেদা জিয়া।
Read More News
এদিকে খালেদা জিয়ার সিলেট সফরকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নেত্রীর মাজার জিয়ারতের উদ্দেশে এই সিলেট সফর পুরো সিলেট বিভাগের বিএনপিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনের জন্য সুসংগঠিত হতে সহায়ক হবে বলে মনে করেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।