সিরিয়ার আফরিনে অভিযান চালানো তুরস্কের একটি ট্যাংকে হামলা চালিয়ে পাঁচ তুর্কি সেনাকে হত্যা করেছে কুর্দিবাহিনী। বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার তুর্কি একটি ট্যাংককে লক্ষ্য করে হামলা চালায় কুর্দি ওয়াইপিজি। শনিবার আরেকটি হামলায় আরো দুই তুর্কি সেনা নিহত হয়েছে।
গত ২০ জানুয়ারি আফরিন থেকে কুর্দি মিলিশিয়াদের তাড়াতে তুর্কি অভিযান শুরুর পর, সিরীয় ভূখণ্ড থেকে তুরস্কে ৮২টি রকেট নিক্ষেপ করেছে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিওয়াইডি বা পিকেকে। ১২ দিনে কুর্দি বিদ্রোহীদের নিক্ষেপ করা রকেটের আঘাতে এ পর্যন্ত ১৪ তুর্কি সেনা নিহত হয়েছেন।
Read More News
এদিকে, তুরস্ক দাবি করছে তাদের চালানো এ অভিযানে এখন পর্যন্ত প্রায় নয়শ কুর্দি যোদ্ধা নিহত হয়েছে।