কুয়াশা কাটিয়ে শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে রোববার সকাল সাড়ে ছয়টা থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। সকাল নয়টার দিকে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ৩০৮ ফ্লাইটটির ঢাকায় অবতরণের কথা থাকলেও ঘন কুয়াশার কারণে সেটি চট্টগ্রামে অবতরণ করে।

ঢাকা বিমানবন্দরে রানওয়ে লাইটিংয়ের কাজ চলছে , ১ জানুয়ারি থেকে এই কাজ শুরু হয়েছে, চলবে ৩১ মার্চ পর্যন্ত। সে কারণেও রাত ২টা ১০ মিনিট থেকে সকাল ৫টা ৫০ মিনিট পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকে। এরপরেই সাধারণত ফ্লাইট ওঠানামা শুরু হয়। এই কার্যক্রমের কারণে কিছু ফ্লাইটের শিডিউলও পরিবর্তন হয়েছে। ফলে সেগুলো আর এই সময়ে অবতরণ করে না।
Read More News
ঘন কুয়াশার কারণে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পরে আবার চালু হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে বিজি-১০১ নামে একটি ফ্লাইট প্রথম ছেড়ে যায় ঢাকা বিমানবন্দর। এরপর ১০টা ৫৮ মিনিটে আরেকটি ফ্লাইটও বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *