স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, তাবলিগ জামাতের মধ্যকার বিরোধ ইস্যুতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না সরকার। ‘তাবলিগের মুরুব্বিরাই এর সমাধান করুক’ এমনটাই চায় সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাওলানা সাদের আগমন নিয়ে তাবলিগ জামাতে দুটি ধারা দেখা যাচ্ছে। এক অংশ চায় তিনি যেন ইজতেমায় অংশ নেন। অপর অংশ চায় যেকোনো মূল্যেই হোক তাঁর অংশগ্রহণ ঠেকাতে। এটি হচ্ছে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিষয়। আমরা এ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চাই না। আমরা চাই তাবলিগ জামাতের মুরুব্বিরাই নিজেদের মধ্যে আলোচনা করে এর শান্তিপূর্ণ সমাধান করবেন।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান বলেন, এটি সম্পূর্ণই তাবলিগের অভ্যন্তরীণ বিষয়। তাবলিগ জামাতের ওপর সরকারের কোনো ধরনের কর্তৃত্ব নেই। তারপরও এ তাবলিগ জামাতের উদ্যোগ টঙ্গীতে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে ইজতেমা অনুষ্ঠিত হয়। এ ইজতেমার সঙ্গে দেশের ভাবমর্যাদা জড়িত। এ কারণেই আমরা চাই এ বিষয়টি নিয়ে যেন আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। মুরব্বিরা যেন নিজেরাই বসে এর সম্মানজনক সমাধান করেন।
Read More News
বিক্ষোভ-সমাবেশ ও অবরোধের ফলে ওই গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়তে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রী ছাড়াও দেশের বাইরে থেকে আসা যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। অনেকে বাধ্য হয়ে হেঁটে গন্তব্যের দিকে রওয়ানা হয়।