নারী ব্যাংকারকে জোর করে বিয়ে এবং সম্পর্ক গোপন রাখার অভিযোগে অভিযুক্ত পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার বিকেলে ‘বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০১৮’ এর ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযুক্ত ডিআইজি মিজানুর রহমানকে ডিএমপি থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
Read More News
তিনি বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ সপ্তাহ শেষ হবার পর তদন্ত কমিটি এ বিষয়টি খতিয়ে দেখে প্রতিবেদন জমা দেবে। দু’তিনদিনের ভেতরে তদন্ত শুরু হবে।