ভারতীয় গায়িকা সুনিধি চৌহান মা হয়েছেন। সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের সুরিয়া হাসপাতালে তার কোল জুড়ে এসেছে ফুটফুটে এক শিশুপুত্র। সুনিধির চিকিৎসক রঞ্জনা ধনু বলেন, ২০১৮ র প্রথম দিনে বিকাল ৫ টা ২০ মিনিটে সুনিধির সন্তানের জন্ম হয়। বাচ্চা ও মা- দুজনেই ভালো আছে।
Read More News
২০১৭ র মাঝামাঝিতে হঠাৎ করেই মঞ্চে আসা কমিয়ে দেন সুনিধি। বাতিল করেন বেশ কয়েকটি সফরও। এরপর অক্টোবরের দিকে জানা যায় তিনি অন্তসত্ত্বা। পাঁচ বছর ধরে সংগীত পরিচালক হিতেশ সোনিকের ঘর করছেন সুনিধি। এটিই তাদের প্রথম সন্তান।