গণতন্ত্র প্রতিষ্ঠা করতে নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের সঙ্গে আছে। তাদের জন্য কাজ করে যাবে।
তারেক রহমানের দশম কারাবরণ দিবস উপলক্ষে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি ‘উত্তর অঞ্চল ছাত্র ফোরাম’ আযোজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
এসময় তিনি তারেক রহমানের কথা উল্লেখ করে বলেন, যে মানুষটির ছবি তরুণদের মনে গেঁথে আছে, তাকে কি কারও মন থেকে সরানো যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, খালেদা জিয়ার উপদেষ্টা ইকবাল মাহমুদ চৌধুরী টুকু, বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পদক গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ।
Read More News