ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাম লেখাচ্ছেন একের পর এক তারকা। রুপালি পর্দা থেকে শুরু করে খেলার মাঠ, সব ভূবনের তারকারাই এবার রাজনীতির মাঠ গরম করবেন।
সর্বশেষ এই লড়াইয়ে নাম লেখালেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী। পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া বড়জোড়া কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়বেন তিনি। তবে সোহম রাজনীতিতে কতোটুকু সক্রিয় ভূমিকা পালন করতে পারবেন, সে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সিপিএম জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরি। ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক আনন্দবাজারকে বলেন, ‘তারকা প্রার্থীর ওপর মানুষ ভরসা করবে না। ভোটে জিতে তারকা আর বড়জোড়ায় ফিরে আসবেন না, এটা মানুষ জানেন।’
কিন্তু তারকা প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েও সাফল্যের নিদর্শন গতবার বাঁকুড়াতেই রেখেছেন অভিনেত্রী মুনমুন সেন।
এদিকে হাওড়ায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতের ক্রিকেট সংগঠক জগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালি ডালমিয়া। এছাড়া হুগলিতে লড়বেন জনপ্রিয় গায়ক ইন্দ্রনীল সেন। এর আগেও লোকসভায় বহরমপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।
লড়াইয়ে পিছিয়ে নেই ফুটবল তারকারাও। পাণ্ডুয়া থেকে লড়বেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া ফুটবলার রহিম নবি। এদিকে নির্বাচনে লড়বেন না বলার পরেও শিলিগুড়ি থেকে লড়বেন ভারত জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাইচুং ভূটিয়া।
এসজেডিএ কেলেঙ্কারিতে অভিযুক্ত শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্যকে এবারে টিকিট দেয়নি দল। মালদহের চাঁচল থেকে লড়ছেন গায়ক সৌমিত্র রায়। তিনি লোকসভা নির্বাচনেও এই জেলা থেকে লড়েছিলেন।
এর আগে গত সংসদ নির্বাচনে মমতার জন্য জয়ের আলো এনে দেয় বাংলা সিনেমার সুপারস্টার হিরো দেব, মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ে অভিনেত্রী মুনমুন সেন, অভিনেত্রী সন্ধ্যা রায়, অভিনেতা তাপস পাল, নাট্যকর্মী অর্পিতা ঘোষ ও অভিনেত্রী শতাব্দী রায়রা। জয় না পেলেও তৃণমূলের হয়ে ভোটের মাঠে নেমেছিলেন ভারতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া, দুই গায়ক প্রার্থী ইন্দ্রনীল সেন ও সৌমিত্র রায় এবং ভূমি ব্যান্ডের গায়ক সৌমিত্র রায়।
ভারতের রাজনীতিতে তারকাদের অংশগ্রহণ নতুন কিছু নয়। এর আগে লোকসভার ভোটে জিতে নায়ক-নায়িকা, গায়ক, খেলোয়াড় অনেকেই সংসদ সদস্য হয়েছেন ।
তাদের মধ্যে রয়েছেন বলিউড বাদশা অমিতাভ বচ্চন ও তাঁর স্ত্রী জয়া বচ্চনও যেমন আছেন, আছেন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা ও ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহারুদ্দিন।