রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশে কোন উন্নয়ন হয়নি। তারা শুধু লুটপাট করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তা-ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন হয়েছে।শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ চত্তরে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী মুজিবুল হক ও পৌর মেয়র মিজানুর রহমানের সংবর্ধনা উপলক্ষে পৌর আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
পৌর আওয়ামী লীগ সভাপতি মো. আবদুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা মীর হোসেন মীরু।
Read More News
আওয়ামী লীগ নেতা ইদ্রিছ মিয়াজীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহজালাল মজুমদার, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল প্রমুখ।
সংবর্ধনার পরে রেলমন্ত্রী মুজিবুল হক চৌদ্দগ্রামে বাজারের ওকে টাওয়ারে প্রাইম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন।