মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল মামলার রায়ে ফাঁসি বহালের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় গণজাগরণ মঞ্চ। রবিবার বিকেল থেকে রাজধানীর শাহবাগে গণজাগরণ অবস্থান কর্মসূচি পালন করবে।
মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার শনিবার রাতে বিষয়টি জানান। তিনি মঞ্চের কর্মীসহ স্বাধীনতার স্বপক্ষের সবাইকে কর্মসূচিতে যোগ দেয়ার আহ্বান জানান।
মীর কাসেমের আপিল মামলার রায় দেয়া হবে আগামী মঙ্গলবার ( ৮ মার্চ)।