সিনহার ফিরে এসে বসা সুদূর পরাহত

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ফিরে এসে স্বপদে বসা সুদূর পরাহত বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আজ শনিবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহবুবে আলম এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী যখনই প্রধান বিচারপতি তাঁর দায়িত্ব পালন করতে পারছেন না, তখন জ্যেষ্ঠতম বিচারপতি দায়িত্ব পালন করবেন। আবদুল ওয়াহহাব মিয়া তো সাংবিধানভাবে দায়িত্ব পালন করছেন। ‘সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত নিয়োগ দিয়েছেন। তিনি সুপ্রিম কোর্টের সব দায়িত্ব পালন করবেন।’

এস কে সিনহার ফিরে এসে দায়িত্ব পালন প্রসঙ্গে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘ওনার আবার ফিরে এসে বসা সুদূর পরাহত।’
Read More News

গতকাল শুক্রবার বিদেশে যাওয়ার আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক বিবৃতিতে বলেন, প্রধান বিচারপতির কার্যভার পালনরত দায়িত্বপ্রাপ্ত প্রবীণতম বিচারপতির উদ্ধৃতি দিয়ে মাননীয় আইনমন্ত্রী প্রকাশ করেছেন যে, দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি অচিরেই সুপ্রিম কোর্টের প্রশাসনে পরিবর্তন আনবেন। প্রধান বিচারপতির প্রশাসনে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি কিংবা সরকারের হস্তক্ষেপ করার কোনো রেওয়াজ নেই। তিনি শুধুমাত্র রুটিনমাফিক দৈনন্দিন কাজ করবেন।

এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, এটা তো কোনো যুক্তির কথা হলো না।

এ ছাড়া সুপ্রিম কোর্টের বিবৃতি প্রসঙ্গে মাহবুবে আলম বলেন, এখন যদি অন্য বিচারপতিরা প্রধান বিচারপতির সাথে না বসতে চান, তাহলে অচলাবস্থার সৃষ্টি হবে।

সুপ্রিম কোর্টের বিবৃতিতের নৈতিক স্খলন, অর্থপাচারসহ ১১টি অভিযোগ প্রসঙ্গে জানতে চাওয়া হলে মাহবুবে আলম বলেন, ‘এ অভিযোগগুলো ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর কাছে আছে। প্রধান বিচারপতির শপথ ভঙ্গ প্রসঙ্গে বলেন, ‘শপথ ভঙ্গটা হলো, যখনই একটা অভিযোগ ওঠে বা প্রমাণিত হয়ে যায়, তখনই শপথ ভঙ্গ হয়ে যায়।’ তিনি বলেন, ‘আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কনসেপ্ট মেনে নিইনি।’

অভিযোগ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল আরো বলেন, ‘যে সমস্ত অভিযোগ আনা হয়েছে, যদি প্রমাণিত না হতো তাহলে প্রধান বিচারপতির বিরুদ্ধে কথা বলা সম্ভব হতো না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *