ডারবানে প্রথম ম্যাচে প্রোটিয়াদের জয়

ডারবানে অনুষ্ঠিত তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অজিরা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে। অ্যারন ফিনচ ৪০ ও মিশেল মার্শ ৩৫ রান করেন। প্রোটিয়াদের হয়ে ইমরান তাহির ৩টি উইকেট, কাগিসো রাবাদা ও ডি উইজ ২টি করে উইকেট এবং কাইল অ্যাবোট ও মরিস ১টি করে উইকেট নেন। জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা ৪ বল বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। পাফ ডু প্লেসিস ৪০ রান ও মিলার সর্বোচ্চ ৫৩ রান করেন। টি-২০ তে মিলারের এটাই প্রথম অর্ধশতক।  অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান নাথান কোল্টার-নাইল। একটি করে উইকেট নেন অ্যান্দ্রে টাই ও মার্শ। উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ মার্চ জোহানেসবার্গে।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *