রাজধানীর ধানমণ্ডির আনাম র্যাংগস প্লাজার আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের পরিচালক লেফটেনেন্ট কর্নেল মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা আনাম র্যাংগস প্লাজায় আগুন লাগার খবর পাই বিকেল ৪টার দিকে। খবর পেয়ে প্রথমে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস ও পরে সদর দপ্তর থেকে মোট ১৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ভবন থেকে এখন পর্যন্ত দুজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভেতরে আর কেউ নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এ জন্যই ভবনের ভেতরে এত ধোয়ার সৃষ্টি হয়েছে। ধোয়া বের করার জন্য ভবনের কাচ ভেঙে ফেলা হচ্ছে।
Read More News
আনাম র্যাংগস প্লাজার চতুর্থ ও পঞ্চম তলায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও লোক প্রশাসন বিভাগ রয়েছে। এ ছাড়া ভবনের দ্বিতীয় তলায় একটি রেস্তোরাঁ রয়েছে।