মালয়েশিয়ায় ছুরিকাঘাতে শওকত আলী (৩৩) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ার তিন নাগরিকের হামলায় ও ছুরিকাঘাতে রবিবার স্থানীয় সময় সকাল পৌনে ৮টায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের জালান ইম্বি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শওকত আলীর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে বলে জানা গেছে।
Read More News
শওকতের সহকর্মীরা জানান, সকালে শওকত আলী জালান ইম্বির আল-মাহমুদিয়া রেস্টুরেন্টের সামনে ছিলেন। এ সময় ইন্দোনেশিয়ার তিন নাগরিক তাকে এলোপাতারি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই শওকত আলীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। শওকত আল মাহমুদিয়া রেস্টুরেন্টে কাজ করতেন।