রিয়া সেন প্রেগনেন্ট, তাড়াহুড়ো করে বিয়ে

অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি ও মুনসুন সেনের ছোট মেয়ে রিয়া সেনের চলতি মাসের শেষে বিয়ের কথা থাকলেও ১৬ আগস্টই সারা হয় বিয়ের আনুষ্ঠানিকতা। বর দীর্ঘদিনের প্রেমিক শিবম তিওয়ারি।

পুনেতে ঘরোয়া আয়োজনে রিয়ার বিয়েটি হয়। তাতে শুধু ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম বলছে, বিয়ের আগে অন্তঃসত্ত্বা ছিলেন রিয়া। এ কারণেই তাড়াহুড়ো করে গোপনে বিয়ের কাজটি সেরে ফেললেন অভিনেত্রী।
Read More News

একেবারে বাঙালি ঘরের মেয়ের মতোই গায়ে হলুদের আয়োজন করা হয়। তারপর বাবা ভরত দেববর্মা কন্যা সম্প্রদান করেন। ছোটবেলা থেকে অভিনয় জগতে প্রবেশ রিয়ার। টলিউডের পাশাপাশি বলিউড ও ভারতের দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *