আপিল বিভাগের রায় নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য ভয়ংকর

সাবেক আইনমন্ত্রী ও বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ষোড়শ সংশোধনীর আপিল বিভাগের রায় নিয়ে অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা ভয়ংকর।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত গোলটেবিল আলোচনায় মওদুদ আহমদ এ মন্তব্য করেন।
Read More News

গতকাল শুক্রবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, হ্যাঁ, এটা আমরা আবার পাস করব, ওই আইনটা। এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা (সাংবিধানিক সংশোধনী) আমরা আবার পাস করব এবং অনবরত করতে থাকব। দেখি, জুডিশিয়ারি কতদূর যায়। বিকজ জুডিশিয়ারির পজিশন আমার মতে আনটেনাবল (কারণ বিচার বিভাগের অবস্থান আমার মতে সমর্থনযোগ্য নয়)। মানুষের প্রতিনিধিদের ওপর তারা খবরদারি করবে? তাদের আমরা চাকরি দেই।

বিএনপি নেতা মওদুদ আহমেদ এর প্রতিক্রিয়ায় বলেন, যারা আদালতের রায়কে অবমূল্যায়ন করবে তাদের পতন আরো এগিয়ে আসবে।

সাবেক আইনমন্ত্রী আরও বলেন, সরকার যদি মনে করে যে, তারা বিচার বিভাগের সঙ্গে প্রতিযোগিতায় নামবে। তাহলে আমি বলতে চাই যে, সেই প্রতিযোগিতায় আপনারা পরাজিত হবেন। কারণ বিচার বিভাগ সার্ভাইভ করে যায়, পার্লামেন্ট সার্ভাইভ করতে পারে না। সরকারও সার্ভাইভ করতে পারে না।

গত ৩ জুলাই বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে আনা সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। এরপর গত ১ আগস্ট ৭৯৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *