চীন অধিকৃত দক্ষিণ চীন সাগরের বিতর্কিত একটি দ্বীপের কাছে মার্কিন যুদ্ধজাহাজের অবস্থানের কঠোর নিন্দা জানিয়েছে বেইজিং। তারা একে গুরুতর রাজনৈতিক ও সামরিক উস্কানি হিসেবে বর্ণনা করেছে। এর ফলে দুই ক্ষমতাধর দেশের মধ্যে আবারো টানাপড়েনের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাংয়ের দেয়া এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, মার্কিন যুদ্ধজাহাজকে সতর্ক করতে বেইজিং ওই অঞ্চলে সামরিক জাহাজ ও যুদ্ধবিমান পাঠিয়েছে।
Read More News
এদিকে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ইউএসএস স্টিথিম ডেসস্ট্রোয়ারটি বিতর্কিত ট্রিটন দ্বীপের কমপক্ষে ১২ নটিক্যাল মাইল দূর দিয়ে যায়। উল্লেখ্য, তাইওয়ান ও ভিয়েতনামও দ্বীপটির মালিকানা দাবি করে আসছে।