সৌদির নতুন যুবরাজ

সৌদি আরবের ক্রাউন প্রিন্স (যুবরাজ) হিসেবে মোহাম্মদ বিন সালমান আল সৌদের (৩১) নাম ঘোষণা করা হয়েছে। এর ফলে পদচ্যুত হলেন মোহাম্মদ বিন নায়েফ আবদুল আজিজ (৫৭)।

সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এ ঘোষণা দেন।

সৌদি বাদশার ছেলে মোহাম্মদ বিন সালমান আল সৌদ (৩১) এর আগে দেশটির ডেপুটি ক্রাউন প্রিন্স ছিলেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেন। তিনি দেশটির অর্থনৈতিক ও উন্নয়নবিষয়ক কাউন্সিলেরও প্রধান। তিনি তেলনির্ভর দেশটির জ্বালানিনীতির ব্যাপক পরিবর্তন করে অন্যান্য খাতকে সামনে এনে অর্থনীতিকে শক্তিশালী করার মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। সাধারণত যুবরাজই বাদশার উত্তরসূরি হন।
Read More News

আগের যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ আবদুল আজিজ ছিলেন বাদশার ভাইপো। তিনি দেশটির সন্ত্রাসবিরোধী কাউন্সিলের প্রধান। বাদশা ভাইপোকে সরিয়ে নিজের ছেলেকে যুবরাজের পদ দিলেন।

মোহাম্মদ বিন সালমান আল সৌদ সৌদি আরবের নেতৃত্বাধীন ইয়েমেনের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আল অ্যারাবিয়া টেলিভিশন চ্যানেল জানিয়েছে, নতুন যুবরাজের ফরমানের বিষয়টি সৌদির সাকসেশন কমিটির অনুমোদন পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *