দেশের পার্বত্য অঞ্চলের পাঁচ জেলায় পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে শুধুমাত্র রাঙামাটিতেই এখন পর্যন্ত ১১৮ জন নিহত হয়েছেন। সোমবার বিকেলে প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানান।
এসময় জেলা প্রশাসক বলেন, ১১৩ জন ঘটনাস্থলে, দুইজন চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থা এবং তিন জনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার মেয়র ও কাউন্সিলররা।
Read More News
১৩ জুন রাতে চট্টগ্রামসহ পার্বত্য এলাকার পাঁচ জেলায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দারবান ও রাঙামাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জন।