বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলার পরবর্তী শুনানি আগামী ২২ জুন দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান নতুন এদিন ধার্য করেন।
Read More News
মামলা দুটির মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তার জেরা শেষ না হওয়ায় পরবর্তী জেরার জন্য ২২ জুন দিন ধার্য করেন। পাশাপাশি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষের সমর্থনের জন্য একই দিন ধার্য করেন আদালত।
এর আগে, ওই দুই মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে বকশীবাজারের আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ আদালতে হারিজ হন খালেদা জিয়া।