রাজধানীর নিউ মার্কেটে আমিন জুয়েলার্সের শো-রুমে ভ্যাট গোয়েন্দাদের অভিযানের পর অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি (বাজুস)। বৃহস্পতিবার বিকেলে এ ধর্মঘট ডাকা হয়।
নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক দীলিপ কুমার আগরওয়ালা। সারাদেশের জুয়েলারি দোকানে এই ধর্মঘট কার্যকর হবে।
Read More News
তাৎক্ষণিকভাবে দীলিপ কুমার বলেন, আমাদের মিটিং চলছে। সমিতির সিদ্ধান্তে ধর্মঘট ডাকা হয়েছে। বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে ব্যবসার খাতাপত্রসহ নিউ মার্কেটের আমিন জুয়েলার্সের ব্যবস্থাপককে ধরে নিয়ে গেছে ভ্যাট গোয়েন্দারা। এ ঘটনার প্রতিবাদে জুয়েলারিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে।