রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার আসামি রহমত আলীকে তিন দিনের ও বিল্লালকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে উভয়কে হাজির করা হয়। পরে ভিকটিম সাপোর্ট সেন্টারের পুলিশ পরিদর্শক ইসমত আরা অ্যানি তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম লস্কার সোহেল রানা আসামি রহমত আলীকে তিন দিন ও বিল্লালকে চার দিনের রিমান্ড দেন।
রহমত আলী ওই মামলার প্রধান আসামি সাফাত আহমেদের দেহরক্ষী। বিল্লাল হচ্ছেন সাফাতের গাড়ির চালক। সাফাত আহমেদ আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে।
Read More News
দেহরক্ষী রহমত আলীকে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে একই সময়ে রাজধানীর নবাবপুর রোডের ইব্রাহিম হোটেল থেকে বিল্লালকে গ্রেপ্তার করা হয়।