মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর হাতে সারা দেশের ফলাফল তুলে দেবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় শিক্ষামন্ত্রী সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন।
Read More News
শিক্ষার্থীরা মোবাইলে খুদেবার্তা পাঠিয়ে তাদের ফলাফল জানতে পারবে। ইংরেজিতে বড় হাতের অক্ষরে এসএসসি লেখার পর বোর্ডের প্রথম তিন অক্ষর, তারপর রোল নম্বর ও বছর লিখে যে কোনো মোবাইল থেকে ১৬২২২ পাঠিয়ে দিলে ফল জানা যাবে।
শিক্ষামন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার পরই এ ফল জানা সম্ভব হবে।