দাউদ ইব্রাহিম মুমূর্ষু

যেকোনো সময়েই দাউদ ইব্রাহিমের মৃত্যু হতে পারে এমনটাই শোনা যাচ্ছে। এই নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান সরকার। দাউদের শেষকৃত্যের জন্য চরম গোপনীয়তা অবলম্বন করেছে দেশটি। পাক সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই-এর বিশেষ কয়েকজন অফিসারের নেতৃত্বে অতি সঙ্গোপনে ডন দাউদকে কবর দেওয়ার কাজটি সম্পন্ন হবে। শেষ সময়ে থাকবেন দাউদ ইব্রাহিমের অতি ঘনিষ্ঠ কয়েকজন। এমনই জল্পনা ছড়িয়েছে পাকিস্তানে।
Read More News

প্রশ্ন উঠছে মৃত্যুর পর কোথায় কবর দেওয়া হবে ডন দাউদকে ?
সরকারি সমাধিক্ষেত্র করাচির কোনও সমাধি ক্ষেত্রে তাকে সমাধি দেওয়া হলে সরকারি নথি রাখতেই হবে৷ অবশ্য যে গোপনীয়তায় দাউদকে নিজেদের কাছে রেখেছে পাক সরকার তাতে তার ডেথ সার্টিফিকেট গোপন করা কোনও কঠিন কাজ নয়৷ বিশেষজ্ঞদের মতে, এধরণের ঝুঁকি নিতে চাইবে না পাক সরকার৷ কারণ করাচির একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নগর৷ সেখানকার কোনও কবরস্থানে দাউদকে যতই গোপনে সমাধিস্থ করা হোক তার খবর ছড়াবেই৷ ফলে এই ঝুঁকি এড়াতে চাইবে পাক সরকার৷

বাংলোর বাগানেই সমাধি?
সেক্ষেত্রে দ্বিতীয় উপায়টি হল, করাচির অভিজাত ক্লিফটন এলাকার D 13, Block 4, এর যে বাংলোয় থাকত দাউদ, সেই বাংলোর বাগানেই সমাধি প্রস্তুত করা৷ এই উপায়টির সম্ভাবনা রয়েছে৷ কারণ এই বাড়িটি আইএসআই দ্বারা নিয়ন্ত্রিত৷
বেনামে সমাধি?
উঠে আসছে এই তত্ত্ব৷ দাউদ ইব্রাহিমের নাম পাল্টে দিয়ে তাকে সমাধিস্থ করার কথা ভাবা হচ্ছে৷ তবে ধর্মীয় আইনে এই পদ্ধতি কার্যকর করার ক্ষেত্রে কিছু অসুবিধা দেখা দিতে পারে৷ মৃতের পরিবার হয়তো নাম পরিবর্তন মানতে চাইবে না৷

সাগর গভীরে সমাধি ?
কিছু বিশেষজ্ঞদের ধারণা, ঝামেলা এড়াতে দাউদের মৃতদেহ আরব সাগরে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে পাকিস্তান সরকার৷ অত্যন্ত গোপনীয়তা পাক নৌ সেনার মদতে কাজটি সম্পন্ন হতে পারে৷ করাচি আরব সাগরের তীরে, ফলে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ যেমন, পাকিস্তানের অ্যাবোটাবাদে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে গুলি করে মারার পর তার দেহ সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল ইউএস নেভি সিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *