রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে অপহৃত হওয়ার পর উদ্ধার শিশু সুমাইয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার দুপুরে শিশুটিকে ঢামেকে নেওয়া হয়। ওই সময় শিশুটির সঙ্গে ছিল তার পরিবার ও কামরাঙ্গীরচর থানার পুলিশ।
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে অপহৃত শিশু সুমাইয়াকে ২৫ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Read More News
বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর কদমতলী থানার জুরাইনের রহমতবাগ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। অপহরণের ২৫ দিন পর শিশুটিকে উদ্ধার করা হয়েছে, এ ঘটনায় সিরাজ মিয়া ওরফে বাবুল ও সাবিনা আক্তার বৃষ্টি নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।