চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এক বক্তৃতায় কিছুক্ষণ হিন্দিতে কথা বলেন তিনি। হিন্দিতে প্রধানমন্ত্রী বলেন, ‘পানি মাঙ্গা, লেকিন ইলেকট্রিসিটি মিলা’।
আজ সোমবার সফরের শেষ দিনে ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত সংবর্ধনায় হিন্দিতে ওই বক্তব্য দেন শেখ হাসিনা।
সেখানে ভারতের সঙ্গে বাংলাদেশের তিস্তা নদীর পানিবণ্টনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।
Read More News
শেখ হাসিনা বলেন, ‘মুঝে পাতা ন্যাহি দিদিমণি কেয়া করেগি। দিদিমণিকে সাথ ভি বাত হুয়ি। তো উনোনে তো ন্যায়া কুছ দেখা দিয়া। লেকিন মোদিজি নে অ্যাসিউর কিয়া, আভি বাচে হ্যায় দেখনে কেলিয়ে কেয়া হোগা। লেকিন দিদিমণি এক কাম কিয়া। হামে ইলেকট্রসিটি দেঙ্গে। পানি মাঙ্গা লেকিন ইলেকট্রিসিটি মিলা। আচ্ছাই হ্যায়। কুছ তো মিল গ্যায়া না?’ (আমি জানি না দিদিমণি (মমতা) কী করবেন। দিদিমনির সঙ্গে কথা হয়েছে। উনি নতুন কিছু তো বলেছেন। কিন্তু মোদি জানিয়েছেন, এখনো সময় আছে। কী হবে দেখা যাবে। কিন্তু দিদিমণি একটা কাজ করেছেন। আমাদের বিদ্যুৎ দেবেন। পানি চেয়ে, ইলেকট্রিসিটি পেয়েছি। ভালোই হয়েছে। কিছু তো পেয়েছি।) চারদিনের সফর শেষে আজ বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা।