ভারতের উত্তরপ্রদেশের ক্ষমতায় এসেই হুমকি দেওয়া শুরু হল বিজেপি বিধায়কের। দলের বিধায়ক বিক্রম সাইনি বলেছেন, কেউ যদি গো-হত্যা করে বা কোনভাবে গরুকে অসম্মান করে তবে তার হাত পা ভেঙে দেওয়া হবে।
Read More News
রবিবার উত্তরপ্রদেশের মুজাফফরনগরে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে খাটাউলি কেন্দ্রের বিধায়ক বিক্রম বলেন, কোন ব্যক্তি যদি ‘বন্দে মাতরম’ বলতে ইতস্তত বোধ করেন অথবা এই জাতীয়তাবাদী স্লোগানটি উচ্চারণ করে গর্বিত বোধ না করেন কিংবা কেউ যদি গরুকে মা হিসাবে না মানেন বা গরুকে হত্যা করেন-তবে আমি প্রতিজ্ঞা করছি আমি তাদের হাত-পা ভেঙে দেব।