আজ সোমবার বিকেলে জাতীয় সংসদে বিশেষ প্রেক্ষাপটে ১৮ বছরের আগে মেয়ে এবং ২১ বছরের আগে ছেলেরা বিয়ে করতে পারবে বিধান রেখে বাল্যবিবাহ নিরোধ বিল-২০১৭ সংসদে পাস হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি সংসদে বিলটি উত্থাপন করেন। তবে বিলটি পাশের আগে জনমত যাচাই এবং বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম, সেলিম উদ্দিন ও রওশন আরা মান্নান। কিন্তু তাঁদের প্রস্তাবগুলো গ্রহণযোগ্য নয় বলে জানান, প্রতিমন্ত্রী।
Read More News
পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিলটি কণ্ঠভোটে দিলে তা পাস হয়। সংসদে প্রতিমন্ত্রী জানান, বিশেষ বিধানের এই সুযোগ যে কেউ চাইলেই পাবে না।